শ্রীপুর পৌর নির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ ভাঙ্গী পৌরবাসীর দোয়া ও সমর্থন চান
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:৩৩ অপরাহ্ন | সারাদেশ

মেহেদী হাসান সোহেল(গাজীপুর প্রতিনিধি): গাজীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পৌরসভা শ্রীপুর। আগামী মধ্য ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া শ্রীপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যানের।আর এই কারনেই পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা এগিয়ে আসছে নির্বাচন প্রচারণায়। গাজীপুরের শ্রীপুরের আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ত্যাগী কর্মী হিসেবে পরিচিত পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ মাসুদ আলম ভাঙ্গী পৌরবাসীর সেবা করতে চায়। দলীয় হাই কমান্ডের সবুজ সঙ্কেত পেয়ে মাঠ চড়িয়ে বেরাচ্ছেন তিনি। প্রয়াত পিতা সিরাজুল ইসলাম ভাঙ্গীর ন্যায় তিনিও আওয়ামী রাজনীতি ও শ্রীপুরের মানুষের প্রতি অঙ্গীকারাবদ্ধ।
পরিবারিক রাজনৈতিক শিক্ষার আলোকে মাসুদ আলম ভাঙ্গী স্কুলে পড়ার সময় ১৯৯৩ সালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক, ২০০১-২০০২ সালে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচীত ধর্ম বিষয়ক সম্পাদক, ২০০৬ সালে গাজীপুর জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও ২০১৯ সালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন এই আওয়ামী লিগ নেতা।
তার প্রয়াত পিতা মো: সিরাজুল ইসলাম ভাঙ্গী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিলেন। তিনি ১৯৭৭ সালে শ্রীপুর ইউনিয়ন (বর্তমানে পৌরসভা) সাধারণ সম্পাদক, ১৯৮০ সালে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ১৯৭৮ সাল থেকে দীর্ঘ সময় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। সিরাজ ভাঙ্গী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ও বিআরডিবি’র সহ- সভাপতি ছিলেন। কেওয়া খাদিজাতুল কুবরা(রা:) মহিলা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। ২০০১ সালে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবরে স্টোক করে বারডেম হাসপাতালে মারা যান সিরাজুল ইসলাম ভাঙ্গী।
মো: মাসুদ আলম ভাঙ্গী বলেন, শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচীত হলে পৌর এলাকার উন্নয়ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই উন্নয়ন পরিকল্পনা ও নাগরিকদের সেবা বিষয়ে ভোটারদের কাছে ইশতেহার তুলে ধরবেন বলে জানান।
তিনি বলেন, শ্রীপুর পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে অঙ্গীকারাবদ্ধ। নাগরিক সেবা বৃদ্ধিসহ উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার অঙ্গীকার এই নেতার। পৗরসভার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত ইশতেহারে থাকবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সরকারের সহায়তায় জাতিয়মানের স্কুল, মাদ্রাসা, কলেজ স্থাপন। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা চালু করা।
তিনি আরো বলেন, নারী নির্যাতন রোধ ও পৌরবাসীর নিরাপত্তার ব্যাপারে তিনি ইশতেহারে অন্তভূক্ত করেছেন, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং (কমিউনিটি পুলিশের) মাধ্যমে পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে ওয়ার্ডভিত্তিক আধুনিক গণগ্রন্থাগার স্থাপনসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইভটিজিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্বাচীত হলে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সর্বোচ্চ গুরুরত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করবো। সড়ক মহাসড়কের পাশে ময়লা ফেলে জনদুর্ভোগ না বাড়িয়ে নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হবে। পরিচ্ছন্ন নগরী গড়তে বর্জ্য সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রিসাইক্লিংয়ের উদ্যোগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি ওয়ার্ডভিত্তিক মেডিক্যাল সেন্টার স্থাপন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা ও রোগীকে জরুরী এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার অঙ্গীকারের বিষয়টি ইশতেহারে গুরুত্ব পাবে। মহানগরের বাজারগুলোতে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা। সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
রাজনীতিতে গুনগত মান উন্নয়নের ভাবনা তাকে নাগরিক সেবার দিকে ব্যাপক মনোযোগী করে তোলে। তাই নগরের পয়ো:নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের বিষয়ে গুরুত্ব দিবেন তিনি। জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত ড্রেনেজের ব্যবস্থা নিশ্চিত করবেন বলেও এই নেতা এ প্রতিবেদককে জানান। নগরীর প্রত্যেকটি সড়কে সড়কবাতি নিশ্চিত করবেন।
বিকাশমান অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক , পৌর এলাকায় অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক স্থাপন করার মাধ্যমে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন মাসুদ আলম ভাঙ্গী।
তিনি করেন, পৌর এলাকার চারদিকে প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। যানজট নিরসনে ওয়ার্ডভিত্তিক রাস্তা প্রশস্ত এবং প্রয়োজন অনুসারে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
সামাজিক নিরাপত্তায় পৌরসভার পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়, কবরস্থান, খেলার মাঠ, পার্কিং এবং কমিউনিটি সেন্টার স্থাপন করার প্রতিও তিনি জোর দেবেন বলে জানান।
তরুন এই শিল্প উদ্যোগক্তা মাসুদ আলম ভাঙ্গী ফেয়ার প্যাক প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।শ্রীপুর পৌর এলাকার ভোটার, আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মী ও সকল শ্রেনী পেশার মানুষের সহায়তা কামনা করে তিনি বলেন আমি অত্র এলাকার সবার প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।